Thursday, September 4, 2014

ফটোশপ টিউটোরিয়াল :


ফটোশপ ইন্টারফেস পরিচিতি এবং সাধারন কাজগুলি
এডবি ফটোশপ যদি আগে ব্যবহার না করে থাকেন তাহলে শুরুতে সফটঅয়্যারকে কিছুটা অন্যরকম মনে হবে। মাইক্রোসফটওয়ার্ডের মত সফটঅয়্যার চালু করলে নিজে থেকে নতুন ডকুমেন্ট ওপেন হয় না, টুল-বাটনগুলিও অন্যধরনের। এই বিষয়গুলির সাথে পরিচিত হয়ে নিন
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjctKeijFukTjyjV7kJsk6PgFRh1iZEghJF-6C-2xLNXxNdI4qDRU3EV1V8GpLCvlfAJCBl_QtNo4wC7x9VlcG60CiakgKdzrnXsJ7S_4Jg0L_gv4FaAQJ-DEFswXIVfaXtceh1mkFVxRtN/s400/PS_interface.jpg
এখানে স্ক্রিনশট হিসেবে সিএস- ব্যবহার করা হয়েছে। অন্য ভাশর্ন ব্যবহার করলে কিছুটা অন্যরকম দেখা যেতেই পারে, তবে মুল বিষয় একই। কোনটি কি টুল জানার জন্য তার ওপর মাউস পয়েন্টার আনলেই তার নাম দেখা যাবে। এখানে bulbul.jpg নামে একটি ইমেজ ফাইল ওপেন করে দেখানো হয়েছে
উইন্ডোজের অন্যান্য সব প্রোগ্রামের মত মেনুবার এবং অন্যান্য সাধারন বিষয়গুলি ফটোশপেও রয়েছে। এর বাইরে ফটোশপের নিজস্ব হচ্ছে,
টুলবক্স : স্ক্রীনের বামদিকে লম্বাভাবে সাজানো অনেকগুলি টুল নিয়ে টুলবক্স। যে কোন কাজ করার জন্য অন্তত একটি টুল এখান থেকে সিলেক্ট করতে হবে। উদাহরন হিসেবে, তুলি ব্যবহার করে রঙ করার জন্য ব্রাস টুল সিলেক্ট করতে হবে। লেখার জন্য টেক্সট টুল সিলেক্ট করতে হবে
কোন টুলের নিচে ডানদিকে ছোট ত্রিকোনাকার চিহ্ন থাকার অর্থ একই বাটনে একাধিক টুল রয়েছে। বাটনে মাউস চেপে ধরে বাকিগুলি পাওয়া যাবে। যেমন ব্রাস টুল থেকে পাওয়া যাবে ব্রাশ টুল, পেনসিল টুল এবং কালার রিপ্লেসমেন্ট টুল
প্যানেল : স্ক্রীনের ডানদিকে রয়েছে এক বা একাধিক কলামের প্যানেল। ব্যবহারের জন্য ক্লিক করে এগুলি এক্সপান্ড করতে হবে (অন্য ভার্শনে ছবির থেকে ভিন্নভাবে দেখা যেতে পারে) টুল সিলেক্ট করার সাথেসাথে এগুলি পরিবর্তিত হতে পারে। যেমন ব্রাস টুল সিলেক্ট করার পর কালার। এখান থেকে পছন্দের রঙ সিলেক্ট করা যাবে, কিংবা ব্রাশের মাপ পরিবর্তন করা যাবে
মেনুবার : একেবারে ওপরে রয়েছে উইন্ডোজের ন্যান্য সব প্রোগ্রামের মত মেনুবার

অপশন বার : মেনুবারের ঠিক নিচে এক (বা একাধিক) বার পাওয়া যাবে। এর নাম অপশন বার। নাম থেকেই ধরে নেয়া যায় টুলবক্সের কোন টুলের বিভিন্ন অপশন পরিবর্তন করা যাবে এখান থেকে

0 comments:

Post a Comment