জুম ব্যবহার
সারাধারনভাবে ক্যামেরায় উঠানো বেশি রেজ্যুলুশনের ছবির মাপ অনেক বড় হয়। কম্পিউটার স্ক্রিনে পুরো ইমেজ দেখার সময় সবকিছু ভালভাবে দেখা যায় না। নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করার সময় সেই অংশটি বড় করে দেখা প্রয়োজন হয়। আবার কোন একটি অংশকে বড় করে দেখার জন্য জুম করলে পুরো ইমেজ দেখা যায় না। তখন দেখা যাচ্ছে এমন অংশ সরিয়ে দেখা যাচ্ছে না এমন অংশ আনা প্রয়োজন হয়। এই কাজগুলির জন্য রয়েছে জুম এবং প্যান টুল।
ফটোশপে ছবি ওপেন করলে ছবির পুরোটা দেখা যায়। যেমন উদাহরনের ছবিটি ওপেন করার পর ২৫% দেখা যাচ্ছে। একে বড় করার জন্য জুম করুন। জুম করার একাধিক পদ্ধতি রয়েছে।
. বামদিকের টুলবক্স থেকে জুম টুল (ম্যাগনিফাইং গ্লাসের ছবি) সিলেক্ট করে ছবির ওপর ক্লিক করুন। প্রতি ক্লিকে ছবি বড় হতে থাকবে।
. ইমেজের নিচের বামদিকের কোনে ২৫% লেখা অংশে প্রয়োজনীয় জুম (৫০ বা ১০০) টাইপ করে দিন।
. কিবোর্ড শর্টকাট Ctrl – num+ ব্যবহার করুন (কন্ট্রোল কি চেপে ধরে নিউমেরিক কি-প্যাডের যোগ (+) চিহ্ন। জুম আউট (ছোট) করার জন্য যোগ এর বদলে বিয়োগ (-) চিহ্ন ব্যবহার করুন।
. জুম টুল সিলেক্ট করা অবস্থায় ছোট করার জন্য কিবোর্ডে Alt কি চেপে ধরে ক্লিক করুন।
ইমেজ যদি স্ক্রিনের থেকে বড় হয় এবং সবটুকু দেখা না যায় তাহলে ইমেজকে নির্দিষ্ট দিকে সরানোর জন্য প্যান টুল ব্যবহার করতে হয়।
. প্যান টুল (হাতের ছবি, জুম টুলের ঠিক ওপরে) সিলেক্ট করুন।
. ইমেজের ওপর মাউস চেপে ধরে ইমেজকে বামে-ডানে-ওপরে-নিচে সরিয়ে নিন।
. যে কোন টুল সিলেক্ট করা অবস্থায় স্পেসবার চেপে সাময়িকভাবে প্যান টুল ব্যবহার করা যায়।
0 comments:
Post a Comment